মুন্সীগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, শতাধিক ভরি স্বর্ণসহ ৩০ লাখ টাকা লুট
মুন্সীগঞ্জের চিতলিয়া বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সোয়া ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মুননাগ স্বর্ণ শিল্পালয় ও নিখিল বণিক স্বর্ণ শিল্পালয় থেকে নগদ টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাতরা।
নিখিল বণিক স্বর্ণ শিল্পালয়ের প্রিয়া দাস বলেন, ‘আমাদের তিনটি সিন্দুক ও দুটি আলমারি ভেঙে ১০০ ভরির উপরে স্বর্ণ ও ৩০ লাখ টাকা নিয়ে গেছে তারা।’
মুননাগ স্বর্ণ শিল্পালয় মালিক রনি নাগ বলেন, ‘আমার দোকান থেকে সাত থেকে আট ভরি স্বর্ণ নিয়েছে। বাজারের ডাকাতি সংঘটিত হয়েছে জেনে ফেলায় মাইকিং করাতে ডাকাতদল পালিয়ে যায়।’
জানা যায়, স্পিড বোটে করে ১৫ থেকে ১৮ জনের একটি দল ডাকাতি করে। তারা ডাকাতি শেষে মেঘনা নদী দিয়ে পালিয়ে যায়। বাজারে থাকা দুই নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ডাকাতি করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ‘রাতে আমরা দুটি স্বর্ণের দোকানে ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ পাঠাই।’
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুমন দেব বলেন, ‘ডাকাতির খবর পেয়ে আমাদের টহল টিমকে ঘটনাস্থলে পাঠাই। তারা নদীতে ডাকাতদলকে ধাওয়া করলে তারা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে। এতে নৌকার মাঝি আহত হন। স্পিডবোট থাকায় ডাকাতরা দ্রুত নদীপথে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার তদন্ত চলছে এবং ডাকাতদের আটকের চেষ্টা চলছে।’