মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের ৮, বিএনপির ৭ জন জয়ী

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্যানেলের আট জন ও এবং বিএনপির প্যানেল থেকে সাতজন জয়ী হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদ প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. হালিম বেপারী (বিএনপি) ও অ্যাডভোকেট মো. আবুল হাসান মৃধা (আওয়ামী লীগ), নির্বাচিত হন।

এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম খান (বিএনপি), লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন তুহিন (আওয়ামী লীগ), দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট প্রণয় চক্রবর্তী (আওয়ামী লীগ),  কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান (বিএনপি), ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. বেলায়েত হোসেন (আওয়ামী লীগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আরফান সরকার খোকন (বিএনপি) নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম (বিএনপি), অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান হাবিব (আওয়ামী লীগ), অ্যাডভোকেট মো. মেহেদী হাসান শাহাবাৎ (বিএনপি), অ্যাডভোকেট প্রদীপ পাল (আওয়ামী লীগ) (৫) অ্যাডভোকেট মো. ফিরোজ মিয়া (আওয়ামী লীগ)।