মুন্সীগঞ্জ জেলা বিএনপির ৫৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল হাই (বাঁয়ে) ও সদস্য সচিব মো. কামরুজ্জামান রতন। ফাইল ছবি

মুন্সীগঞ্জ জেলা বিএনপির মেয়াদউত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে মো. আব্দুল হাইকে আহ্বায়ক ও মো. কামরুজ্জামান রতনকে সদস্য সচিব করে ৫৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার এই কমিটি অনুমোদন করেছেন।

নতুন কমিটির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতন জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। এখন পুরো কমিটির বডির সংখ্যা ৫৮ জন। আগের সাত সদস্যের কমিটির মেয়াদ তিন বছর অতিক্রম করেছে। এখন নতুন করে কমিটি ৫৮ সদস্যের। তারা তাদের দায়িত্ব অনুযায়ী থানায় থানায় যারা যোগ্য, সেই অনুযায়ী নতুন কমিটি করবে।

কামরুজ্জামান রতন জানান, পূর্ণাঙ্গ কমিটির রুপ নেওয়ার জন্য এই আহ্বায়ক কমিটি করা হয়েছে। সবাই স্বীকৃতি চায়। আমাদের আগের কমিটির একটা ব্যর্থতা ছিল, আমরা পূর্ণাঙ্গ রূপ দিতে পারিনি। দলকে রাজনৈতিকভাবে গতিশীল করার লক্ষ্যেই এই কমিটি করা।