মুফতি ইজাহারুলের দুই বছরের সশ্রম কারাদণ্ড

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

চট্টগ্রামে দুদকের মামলায় বাংলাদেশ নেজামে ইসলামীর সভাপতি ও হেফাজতের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পদ বিবরণী দাখিল না করায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার সকালে চট্টগ্রামের বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ এ রায় দেন।

দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানান, বাংলাদেশ নেজামে ইসলামীর সভাপতি ও হেফাজতের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী সম্পদ বিবরণী দাখিল না করায় ২০১৩ সালে মামলা করে দুদক। নয় জন সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত শুনানি শেষে মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

২০১৫ সাল থেকে অন্য দুটি মামলায় নেজামে ইসলামীর সভাপতি ও হেফাজতের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী কারাগারে আছেন।