মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও অর্থ আত্মসাতের অভিযোগে দুই মামলা

Looks like you've blocked notifications!
ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহিম। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া আলোচিত ইসলামি বক্তা মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ মামলা দুটি করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডিবি পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে এবং একজন সংক্ষুব্ধ ব্যক্তি প্রতারণার অভিযোগে মামলা করেছেন।’

ওসি আব্দুল লতিফ বলেন, ‘মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য এবং ফেসবুক লাইভে এসে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে।’

এ ছাড়া রাতেই মোহাম্মদপুরের জেড এম রানা নামের এক ব্যক্তি ৩৮৫, ৪০৬, ৪২০ এবং ৫০৬ পেনাল কোডের ধারায় ৫০ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আরেকটি মামলা করেছেন বলে জানান ওসি।

মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে করা দুটি মামলারই তদন্ত করবে ডিবি পুলিশ। আব্দুল লতিফ বলেন, ‘আমরা শুধু তাঁর বিরুদ্ধে মামলা গ্রহণ করেছি। এ দুটি মামলার তদন্তভার এরই মধ্যে ডিবির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

সোমবার দিবাগত রাতে মুফতি কাজী ইব্রাহিমকে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি বাসা থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য এবং নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

মাহবুব আলম বলেন, ‘তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেসব বিষয়ে জানতে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মুফতি ইব্রাহিম ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক ও উসকানিমূলক বক্তব্য দিতেন। বিগত সময়ে ঘটা হেফাজতে ইসলামের তাণ্ডবে তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।’

ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত-সমালোচিত। করোনা মহামারি নিয়ে নানা বক্তব্য দিয়ে তিনি ভাইরাল হন। বিভিন্ন সভায় তিনি দাবি করতে থাকেন যে, ইতালিপ্রবাসী মামুন মারুফ নামের কথিত এক ব্যক্তির স্বপ্নযোগে ভাইরাসের সঙ্গে সাক্ষাৎকারে কথা বলেন। বিজ্ঞান সম্পর্কেও তিনি ভিত্তিহীন কথা বলে ট্রলের শিকার হন। নারীদের নিয়ে তাঁর বিদ্রুপ মন্তব্যেরও সমালোচনা করেন অনেকে। সম্প্রতি ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের নাম শেখ যুবায়ের ছিল বলেও মন্তব্য করেন মুফতি ইব্রাহিম।