মেজর শওকত আলী বীরপ্রতীক আর নেই

Looks like you've blocked notifications!

মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের সহকমান্ডার মেজর শওকত আলী বীর প্রতীক চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তিনি হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে কয়েকদিন আগে ভর্তি  হন। গতকাল শনিবার বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ রোববার সকালে চট্টগ্রাম সেনানিবাসে প্রথম জানাজা ও গরীব উল্লাহ শাহ মাজারে দ্বিতীয়  জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের সহকমান্ডার মেজর শওকত আলী বীরপ্রতীক মুক্তিযুদ্ধে অসমান্য অবদান রেখেছেন। তিনি সহকমান্ডারের দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধের বিজয়ে বড় ভূমিকা ও ত্যাগ স্বীকার করেছেন।’ 

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস বলেন, ‘মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের সহকমান্ডার মেজর শওকত আলী বীর প্রতীক একজন ভালো ক্রিকেটার ছিলেন।স্টার ক্লাবের ওপেনার বোলার ছিলেন। দেশবাসী একজন দেশপ্রেমিককে হারালো।’

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।