মেডিকেল কলেজের হোস্টেল থেকে ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজের হোস্টেল থেকে ইকবাল জাফর শরীফ নামের এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই হোস্টেল থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ খবর নিশ্চিত করেছেন।
ইকবাল জাফর শরীফের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে। তিনি বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ১৯ জানুয়ারি তিনি ভারত থেকে রাজশাহীতে ফেরেন বলে জানা গেছে।
হোস্টেল সুপার ডা. গোলাম মাওলা নিহত ইকবালের সহপাঠীদের উদ্ধৃতি দিয়ে জানান, এক তরুণীর সঙ্গে ইকবালের প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি ভারতে পারিবারিকভাবে ইকবালের সঙ্গে অন্য এক তরুণীর বিয়ে ঠিক হওয়ার পর বাগদান সম্পন্ন হয়। এর মধ্যে রাজশাহীতে ফেরার পর থেকেই হতাশায় ভুগছিলেন ইকবাল। এর ফলে তিনি গতকাল রাতে নিজ কক্ষে বিছানার চাদর ফ্যানের সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।