মেডিকেল শিক্ষকদের উপস্থিতির প্রতিবেদন পাঠাতে হবে মন্ত্রণালয়ে
দেশের সরকারি মেডিকেল কলেজের শিক্ষকদের দৈনন্দিন উপস্থিতির একটি প্রতিবেদন পাঠাতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। অনলাইনে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকল মেডিকেল কলেজের শিক্ষকদের শতভাগ অনলাইন অ্যাটেনডেন্স গ্রহণপূর্বক দৈনন্দিন উপস্থিতির প্রতিবেদন দুপুর ২টা থেকে ৩টার মধ্যে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে ই-মেইলযোগে আবশ্যিকভাবে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এর আগে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতাধীন সরকারি মেডিকেল কলেজগুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং স্বাস্থ্যশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গত ২৫ আগস্ট পর্যালোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মেডিকেল কলেজগুলোর শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সব মেডিকেল কলেজে শতভাগ অনলাইন অ্যাটেনডেন্স বাস্তবায়নসহ স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ এবং স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর কর্তৃক নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবার নিকট পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।