মেহেরপুরে হোম কোয়ারেন্টিনে না থাকায় তিন প্রবাসীকে জরিমানা
মেহেরপুরের গাংনী উপজেলায় হোম কোয়ারেন্টিনে না থাকায় তিন প্রবাসীকে তিন হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ও সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান পৃথকভাবে জরিমানা আদায় করেন।
অর্থ দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন হিজলবাড়িয়া গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা, একই গ্রামের সৌদি আরবপ্রবাসী জিল্লুর রহমান এবং পশ্চিম মালশাদাহ গ্রামের রফিকুলের ছেলে নাজমুল হক।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাসুদ রানা বাড়ি থেকে লাল পতাকা খুলে রেখেছেন আর জিল্লুর রহমান বাড়ি থেকে নিরুদ্দেশ। মাসুদ রানাকে কোয়ারেন্টিন করা এবং জিল্লুর রহমান যেখানে রয়েছেন সেখানেই কোয়ারেন্টিন নিশ্চিত করতে পরিবারকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া দোকান খোলা রাখায় ছয় ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।