মেয়র আতিকের বড় ভাইয়ের মৃত্যু
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বড় ভাই প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মারা গেছেন।
গতকাল সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শফিকুল ইসলামের মৃত্যু হয়। তাঁর ভাগনে তানভীর সিদ্দীকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম বয়স হয়েছিল ৮২ বছর। আজ বাদ জোহর বারিধারা ৮ নম্বর সড়কের বায়তুল আতিক মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
পাঁচ ভাই, ছয় বোনের মধ্যে মো. শফিকুল ইসলাম ছিলেন সবার বড়। আর আতিকুল ইসলাম সবার ছোট।
প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ১৯৩৮ সালের ২৯ ডিসেম্বর কুমিল্লা জেলার তিতাস থানার লালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে সাবেক আহছানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৫ সালে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল সমিতির একজন ফেলো সদস্য। স্নাতক পাসের পর কিছুদিন তিনি সরকারি চাকরি করেন।
১৯৮৬ সালে শফিকুল ইসলাম ছোট ভাই আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে গার্মেন্ট ব্যবস্যায় আসেন। তাঁদের প্রতিষ্ঠিত ইসলাম গার্মেন্টস লিমিটেড অ্যান্ড গ্রুপ দেশের একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। শফিকুল ইসলাম ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। অনেকবার এই প্রতিষ্ঠান সেরা রপ্তানিকারক হিসেবে দেশ-বিদেশে রপ্তানি ট্রফি অর্জন করেছে।