মেয়েকে এগিয়ে দিতে এসে প্রাণ গেল মায়ের
গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করে মেয়ে। মেয়ে কর্মস্থলে যাওয়ার সময় তাকে এগিয়ে দিতে এসেছিলেন মা রোকেয়া বেগম (৬০)। পরে আর ঘরে ফেরা হয়নি তাঁর। যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন রোকেয়া বেগম। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের তেঁতুইবাড়ির মোজারমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া এলাকার মৃত মীর বক্সের স্ত্রী।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মিয়া জানান, প্রায় দুই সপ্তাহ আগে গাজীপুর সিটি করপোরেশনের তেঁতুইবাড়ির মোজারমিল এলাকায় মেয়ে আফরোজা বেগমের বাসায় বেড়াতে আসেন রোকেয়া বেগম। আজ সকাল সাড়ে ৮টার দিকে গার্মেন্টসগামী মেয়েকে কিছুটা পথ এগিয়ে দিয়ে বাসায় ফিরছিলেন। পথে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় টাঙ্গাইলগামী ঠিকানা পরিবহণের একটি বাস তাকে ধাক্কা দেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
এসআই হানিফ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ বাসটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’