মোংলায় আক্রান্ত বাড়লেও নেই সচেতনতা, নতুন শনাক্ত ৯

Looks like you've blocked notifications!
মোংলায় বিধিনিষেধেও স্বাস্থ্যবিধি না মেনে স্বাভাবিক নদী পারাপার। ছবি : এনটিভি

মোংলায় নতুন করে আরও নয়জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে ২৬ জনের নমুনা পরীক্ষা করে নয়জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ৬১ শতাংশ। তবুও জনসাধারণের মধ্যে নেই সচেতনতা। চলছে ঢিলেঢালা বিধিনিষেধ।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার এ হার ছিল ৪৩ শতাংশ।

এদিকে, মোংলায় করোনার বিস্তার রোধে চলছে চতুর্থ দফায় ঘোষিত বিধিনিষেধের ষষ্ঠ দিন। এ দিনও পৌর শহরের বেশ কিছু দোকানপাট খোলা ছিল, চলাচল করতে দেখা গেছে যানবাহন ও লোকজন। স্বাভাবিক ছিল নদী পারাপারও। এ ছাড়া বন্দর এলাকায়ও বিধিনিষেধের কোনো বালাই নেই।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পুলিশ, কোস্টগার্ড, স্বেচ্ছাসেবসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কিন্তু জনসাধারণের মধ্যে সচেতনতার খুবই অভাব।’

মোংলা বন্দর ও ইপিজেড বিষয়ে ইউএনও বলেন, ‘তারা মন্ত্রণালয়ের অধীন চলে। ইপিজেড ও বন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনিকভাবে বলা হয়েছে।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেষ বিশ্বাস বলেন, ‘কঠোর বিধিনিষেধ যথাযথভাবে পালন করা হচ্ছে না, জনগণের মধ্যে সচেতনতার খুবই অভাব। জনসাধারণ সচেতন না হলে করোনার বিস্তার রোধ করা বা কমানো যাবে না।’