মোংলায় ঘন কুয়াশায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন, পণ্য পরিবহণে ভোগান্তি
হঠাৎ তীব্র ঘন কুয়াশায় ঢাকা পড়েছে মোংলা বন্দর, পৌর শহরসহ আশপাশের উপকূলীয় এলাকা। কুয়াশায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। রাস্তাঘাটে লোকজন ও যানবাহন চলাচলে ভোগান্তি বেড়েছে। মহাসড়কে যান চলছে হেডলাইট জ্বালিয়ে। আর নদীতে ভোগান্তি সবচেয়ে বেশি। নদীতে কুলকিনারা দেখা না যাওয়ায় খেয়া পারাপার চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের খালাসকৃত পণ্য পরিবহণের কাজ। কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে নদীর দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। এ ছাড়া ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরেরাও।
এ প্রসঙ্গে গাড়ি চালক মোকলেছ ও ট্রাক চালক শাহিন বলেন, ‘কুয়াশার কারণে গত রাত থেকে মোংলা নদীতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমরা ঘাটে পারাপারের অপেক্ষায় দীর্ঘ সারিতে বসে আছি।’
খেয়া মাঝি খলিল বলেন, ‘কুয়াশায় নদীতে কিছু দেখা যাচ্ছেনা, ট্রলার চালাতে হচ্ছে অনুমান নির্ভর, ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।’