মোংলায় জবরদস্তি করে চিংড়ি ঘেরে বাঁধ, থানায় অভিযোগ

Looks like you've blocked notifications!
বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘেরের পানি সরবরাহের নালা আটকে দেওয়া মাটির বাঁধ। ছবি : এনটিভি

বাগেরহাটের মোংলা উপজেলায় জোর-জবরদস্তি করে একটি চিংড়ি ঘেরের পানি সরবরাহের নালা আটকে দিয়ে সেখানে বাঁধ দিয়েছে প্রতিপক্ষ। এতে ক্ষতিগ্রস্ত ঘের মালিক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে ঘের মালিক জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ি এলাকার বাসিন্দা বিধান ফকির (৩৬) পাশের চিলা ইউনিয়নের হলদিবুনিয়া এলাকায় চার বছর ধরে পাঁচ বিঘার একটি চিংড়ি ঘের করে আসছেন। বিধান তাঁর ঘেরে মাছের পাশাপাশি ধানও চাষ করছেন। কিন্তু হঠাৎ করে পাশের ঘের মালিক পবিত্র ঘরামী (৩৫) লোকজন নিয়ে গতকাল শুক্রবার দুপুরে বিধানের ঘেরের পানি ওঠা-নামার কাঠের বাক্সটি ভেঙে তুলে ফেলেন। সেখানে জবরদস্তি করে মাটি দিয়ে বাঁধ দিয়ে দেন। বাঁধ দেওয়ার ফলে বিধান তাঁর ঘেরে পানি তুলতে পারছেন না। ফলে ঘেরের পানি কমে মাছ মারা যাওয়াসহ ধান নষ্টের উপক্রম হয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বিধান শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

বিধান বলেন, ‘জবরদস্তিভাবে আমার জায়গার বাক্স ভেঙে বাঁধ দেওয়ায় ঘেরের পানি শুকিয়ে মাছ ও ধানের ক্ষতি হচ্ছে। এভাবে দুই-একদিন থাকলে আমার মাছ ও ধান মরে যাবে। তারা প্রভাবশালী। আমাকে প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি- ধমকি দেয়।’

এ ঘটনায় পবিত্র ঘরামী বলেন, ‘বিধান তাঁর বাক্স দিয়ে যে পরিমাণ পানি তুলেন তাতে আমাদের ঘের তলিয়ে মাছ তাঁর ঘেরে চলে যায়। তাকে অনেকবার বলার পরেও সে এটি না শোনায় আমাদের ক্ষতি হচ্ছিল। নিজের ক্ষতি এড়াতে বাক্স তুলে বাঁধ দিয়ে দিয়েছি।’ 

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’