মোংলায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/27/mongla_news.jpg)
মোংলায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৬ মার্চ) সন্ধ্যায় ইফতার ও রাতে তারাবী নামাজের সময় বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন—পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক, মিঠাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি লুৎফর আমির, ছাত্রদল নেতা মো. মুজাহিদ, যুবদল নেতা শফিকুল শেখ ও জিয়া শেখ।
আজ সোমবার সকালে গ্রেপ্তারদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘আগের নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওই সব নাশকতার মামলার বাকী আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
এদিকে ‘বিনা উস্কানিতে ও কোনো কর্মসূচি ছাড়াই পুলিশ অহেতুক বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে’ উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কারো নামে কোনো মামলা ও জিডি পর্যন্ত নেই। অহেতুক ইফতার ও তারাবীর সময় এ সব নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
ফরিদুল ইসলাম বলেন, ‘পুলিশ যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, সেখানে অসৎ উদ্দেশ্যে উল্টো মিথ্যা মামলায় নিরীহ নেতা-কর্মীদের গ্রেপ্তার করে পবিত্র রমজান মাসে আতঙ্ক সৃষ্টি করছে।’