মোংলায় স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণবিষয়ক কর্মশালা
বাগেরহাটের মোংলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণবিষয়ক অবহতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ মে) দিনভর উপজেলা অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মো. মাহমুদুর রহমান, সহকারী পরিচালক ডা. মো. মোস্তফা কামাল, পরিবার পরিকল্পনা বিবাগের উপপরিচালক মো. আকিব উদ্দিন, সহকারী পরিচালক মো. দিলদার হোসেন, সহকারী পরিচালক ডা. আ. মান্নান শেখ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ।
দিনব্যাপী এ কর্মশালায় ৭০ জন স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসক, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিওকর্মী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।