মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নাজমুল হাওলাদার (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার (২২ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় নিহত মো. নাজমুল হাওলাদারের দুই বন্ধু জাহিদ ও আকরাম আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বিকালে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামে ফুফু বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে দুই বন্ধুসহ মোটরসাইকেলে করে নিজ বাড়ি একই উপজেলার কাদিরপুর ফিরছিল নাজমুল, তার বন্ধু জাহিদ ও আকরাম। দ্বিতীয়খণ্ড ইউনিয়নের জিনারগেট এলাকায় এলে দ্রুত গতির কারণে মোটরসাইকেলটি মাইল ফলকেসঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। তখন নাজমুল, জাহিদ ও আকরাম গুরুতর আহত হয়।
স্থানীয়রা তিন বন্ধুকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল সৌদি প্রবাসী নান্দু হাওলাদারের ছেলে। সে কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ বলেন, দ্রুত গতির কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়ে একজন নিহত ও দুজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।