মোটরসাইকেল পারাপার করায় ট্রাকচালক আটক, জরিমানা

Looks like you've blocked notifications!
পদ্মা সেতু দিয়ে ট্রাকে করে মোটরসাইকেল পারাপার করায় তিনটি ট্রাক জব্দ এবং চালককে আটক ও জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। ছবি : এনটিভি

পদ্মা সেতু দিয়ে ট্রাকে করে মোটরসাইকেল পারাপার করায় তিনটি ট্রাক জব্দ এবং চালককে আটক করেছে ট্রাফিক পুলিশ। আজ বুধবার বিকেলে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজা অভিমুখের সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ট্রাকচালকরা হলেন- মামুন, রাজীব হোসেন ও মো. আলমগীর।  পরে সন্ধ্যা ৬টার দিকে ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করার মাধ্যমে জরিমানা আদায় করে।

মাওয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ওয়ালিদ বলেন, ‘আমাদের ট্রাফিক পুলিশ বিকেল থেকে অভিযান শুরু করে। সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা ঝুঁকি নিয়ে মোটরসাইকেল পারাপার করছিল। তাই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আটক হওয়া তিন ট্রাকচালককে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যাতে অবৈধভাবে কোনো যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। কাগজপত্রবিহীন আরও একটি ট্রাক জব্দ করে পদ্মা সেতু উত্তর থানায় রাখা হয়েছে।