মোদির প্রতি দেশবাসী অতিথিপরায়ণতা দেখাবে, আশা ওবায়দুল কাদেরের
১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকার কথা মাথায় রেখে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে স্বাভাবিকভাবে নেওয়ার জন্য বিরোধী সব পক্ষকে অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ। আশা করছি দেশবাসী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সর্বোচ্চ অতিথিপরায়ণতা দেখাবে।’
আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে তাঁর কার্যালয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিষয় নিয়ে বৈঠক করেন। ওই সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসও উপস্থিত ছিলেন। পরে ওবায়দুল কাদের ও শ্রিংলা সংবাদ সম্মেলনে পৃথকভাবে বক্তব্য দেন।
ওবায়দুল কাদের ও শ্রিংলা উভয়েই নরেন্দ্র মোদির আগমন, দিল্লিতে মুসলমানদের ওপর হামলা ও নির্যাতন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
বাংলাদেশের নরেন্দ্র মোদির আগমন প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিরোধী রাজনৈতিক পক্ষসহ ধর্মীয় বিভিন্ন সংগঠন। এটিকে সরকার কীভাবে দেখছে, এতে সরকার বিব্রত কি না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতার জন্য যখন সর্বাত্মক যুদ্ধ করছিল তখন ভারত আমাদের অস্ত্র দিয়ে ও আশ্রয় নিয়ে সহায়তা করেছে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা এটি ভুলে গেলে চলবে না। একাত্তরে ভারতের ভূমিকা সামনে রেখেই আমাদের সব বিষয় চিন্তা করতে হবে। বাংলাদেশের মানুষ মোদির আগমনকে স্বাগত জানাবে বলেই আমার বিশ্বাস। কারণ আমরা অতিথিপরায়ণ। আমরা এর নজির রাখব।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিহত করার ঘোষণায় আমরা মোটেও বিব্রত নই। কেউ কেউ এ ধরনের কথা বলতে পারেন। তাদের প্রতি আমাদের আহ্বান বিষয়টি বাস্তবতার আলোকে দেখুন।’
তিস্তার পানি বণ্টন চুক্তিসহ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে মোদির আসন্ন সফরের সময় কোনো আলোচনা ও সমাধান হবে কি না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী ঢাকায় আসবেন। পরের দিন ১৮ মার্চ প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই সব কিছু নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে আপাতত এরচেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।’