মোদি ওড়াকান্দির ‘মতুয়া’ মন্দির ও শিকারপুরে ‘সতীপীঠ’ পরিদর্শন করতে পারেন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর আসন্ন বাংলাদেশ সফরকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতিসৌধের পাশাপাশি গোপালগঞ্জের ওড়াকান্দিতে ‘মতুয়া’ সম্প্রদায়ের একটি পবিত্র মন্দির (ওড়াকান্দি ঠাকুর বাড়ি) এবং বরিশালের শিকারপুরে ‘সতীপীঠ’ পরিদর্শনে যেতে পারেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরে আসছেন।
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী ২৭ মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতিসৌধে যাবেন এবং একই দিনে তিনি ওড়াকান্দি মন্দির ও ‘সতীপীঠ’ পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী মোদি ‘মতুয়া’ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে ওড়াকান্দি মন্দির এবং বরিশাল জেলার শিকারপুরে ‘সুগন্ধা শক্তিপীঠ’ (সতীপীঠ) মন্দির পরিদর্শন করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী মোদি কুষ্টিয়ায় রবীন্দ্র কুঠিবাড়ি এবং কুশিয়ারায় ব্রিটিশ শাসনের বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের পৈতৃক বাড়িও যেতে চান।
বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা বলেন, “এটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে যে, ভারতের প্রধানমন্ত্রী ওরাকান্দি মন্দির সফর করছেন। তবে ‘সতীপীঠ’ ও অন্যান্য স্থানে তাঁর সফর নিশ্চিত হয়নি। যদিও সফর নিয়ে বেশ আলোচনা হচ্ছে।” তিনি বলেন, ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা এবং বাংলাদেশের নিরাপত্তা কর্মকর্তাদের পৃথক গ্রুপ এই হাইপ্রোফাইল সফরের আগে নিরাপত্তার বিভিন্ন দিক যাচাই করতে এরই মধ্যে এই এলাকাগুলো পরিদর্শন করেছেন।
তবে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মোদি ২৭মার্চ শুরু হতে যাওয়া আট দফায় অনুষ্ঠেয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ‘মতুয়া’ সম্প্রদায়ের ভোটারদের মন জয়ের জন্য ওড়াকান্দি মন্দির পরিদর্শন করবেন।
‘মতুয়া’ সম্প্রদায়ের ভোট উত্তর চব্বিশ-পরগনা এবং নদিয়া জেলায় বিজেপি ও টিএমসি (তৃণমূল কংগ্রেস)-এর মধ্যে লড়াইয়ে অন্যতম জয়-নির্ধারক হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফর সম্পর্কিত এজেন্ডা নির্ধারণে আজ ঢাকা সফর করবেন।
সফরসূচি অনুসারে প্রধানমন্ত্রী মোদি ২৬মার্চ একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছাবেন এবং দুদিনের ঢাকা সফর গুটিয়ে পরের দিন ২৭ মার্চ সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। কোভিড-১৯ মহামারির পর এটি হবে মোদির প্রথম বিদেশ সফর।
বাংলাদেশ হাইকমিশনার সূত্র সম্প্রতি জানিয়েছে যে, ভারতের প্রধানমন্ত্রী তাঁর সফরের প্রথম দিন (২৬ মার্চ) অন্যান্য গণ্যমান্য ব্যক্তির সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন কর্মসূচিতে যোগ দেবেন এবং পরের দিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন।