মোবাইল গেমের প্রলোভনে দুই শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, পলাতক মাংস বিক্রেতা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে মোবাইলে গেম খেলার প্রলোভনে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নয়ন ঢালী ওরফে নয়ন কসাই (৪০) নামের এক মাংস বিক্রেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। লৌহজং থানায় গতকাল শনিবার রাত ৮টার দিকে এক শিশুর বাবা বাদী হয়ে এ মামলা করেন। বর্তমানে পলাতক রয়েছেন নয়ন ঢালী।
নয়ন ঢালী মাদারীপুরের যাদুরচর এলাকার বাসিন্দা। কর্মসূত্রে লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে একটি বাসায় স্ত্রীসহ ভাড়া থাকেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ দিন আগে প্রতিবেশীর পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে মোবাইলে গেম খেলার কথা বলে ঘরে ডেকে নেন নয়ন ঢালী। পরে সেখানে শিশুদের ধর্ষণের চেষ্টা করে। তবে ব্যর্থ হয়ে বিষয়টি কাউকে না বলতে দুই শিশুকে হুমকি দেন তিনি। এতে ভয় পেয়ে কাউকে কিছু বলেনি ওই দুই শিশু। পরে গত শুক্রবার এক শিশু তাঁর মাকে জানালে ঘটনাটি ছড়িয়ে পড়ে। এর মধ্যেই পালিয়ে যান নয়ন।
এ ঘটনায় গতকাল শনিবার রাতে ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে নয়নের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, এ ঘটনায় একটি ধর্ষণচেষ্টার মামলা রুজু হয়েছে। দুই শিশুকে ধর্ষণচেষ্টা চালান নয়ন নামের ওই ব্যক্তি। এরই মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চলেছে। আশা করি অচিরেই তাঁকে গ্রেপ্তার করা হবে।