মোহনগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষে হাতাহাতি, ভাঙচুর

Looks like you've blocked notifications!

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুপক্ষে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য  রেবেকা মমিন। পরে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি দেয় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। উপজেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি দেন সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল। এতে অংশগ্রহণ করেন সংসদ সদস্য রেবেকা মমিন ও উপজেলা আওয়ামী লীগের একটি অংশ।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতনসহ আওয়ামী লীগের অপর একটি অংশ শ্রদ্ধাঞ্জলি দিতে গেলে অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগের সভাপতি হিসেবে লতিফুর রহমান রতনের নাম না বলায় উত্তেজনা দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি, হাতাহাতি বেধে যায়। সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। রেবেকা মমিন দুপক্ষকেই শান্ত করার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন তাঁর লোকজন নিয়ে চলে যান।

পরে মুক্তিযোদ্ধা, মোহনগঞ্জ থানাসহ অন্যান্য সংগঠন শ্রদ্ধাঞ্জলি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান বলেন, সকালে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।