মোহনগঞ্জ হাসপাতালে যুবকের হুমকি, টিকাদান বন্ধ

Looks like you've blocked notifications!

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯  টিকাদান কেন্দ্রে এক যুবক মাস্টাররোলের কর্মীকে হুমকি ও গালাগাল করায় টিকা প্রদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জুয়েল (৩২) নামের এক যুবক এ ঘটনা ঘটান।

মামলা সূত্রে জানা যায়, গতকাল মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কক্ষে উপজেলার হাসপাতাল সড়কের কবরস্থান মসজিদ এলাকার জুয়েল মাস্টাররোলের কর্মী কফিল উদ্দিনের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তর্কে লিপ্ত হয়। এ সময় জুয়েল তাকে অশ্লীল ভাষায় গালাগালসহ মারধরের হুমকি দেন।

এর পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি মোহনগঞ্জ থানাকে অবহিত করে এবং টিকা কার্যক্রম বন্ধ করে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল সটকে পড়েন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি উচ্চ পর্যায়ে অবহিত করে।

পরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর মোহাম্মদ শামসুল আলম মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)  রাশেদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। আসামি ধরার তৎপরতা অব্যাহত আছে।’