মোহাম্মদ নাসিমের মতো জনবান্ধব নেতা রাজনীতিতে বিরল : হানিফ
জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের শূন্যতা কখনও পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার সকালে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন হানিফ।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘মোহাম্মদ নাসিমের মতো জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা রাজনীতিতে বিরল। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে বারবার নিজ নির্বাচনি এলাকায় ছুটে গেছেন তিনি।’ এ সময় মোহাম্মদ নাসিমের জীবনী থেকে নতুন প্রজন্মের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান হানিফ।
জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত বছরের ১ জুন ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। সেখানেই করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। রাতে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। পরের তিন দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ৫ জুন সকালে নতুন জটিলতা তৈরি হয়। হঠাৎ করে তিনি ব্রেইন স্ট্রোক করেন। ওই দিন বিকেলে মস্তিষ্কে রক্তক্ষরণের সফল অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর তাঁর অবস্থা অপরিবর্তিত থাকলেও কোভিড টেস্ট নেগেটিভ আসে বলে জানান তাঁর চিকিৎসক। লাইফ সাপোর্টে থাকার সময় করোনা নেগেটিভ হলে নাসিমকে সিঙ্গাপুরে পাঠাতে চেয়েছিল তাঁর পরিবার। কিন্তু তাঁর আগেই তিনি পরপারে চলে যান।