মৌলভীবাজারে একদিনে করোনায় দুজনের মৃত্যু
মৌলভীবাজার পৌর এলাকার দ্বারক ও পশ্চিম ধরকাপন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে একদিনে দুজনের মৃত্যু হয়েছে।
মৃতদের পরিবার সূত্রে জানা যায়, মৌলভীবাজার পৌরসভার দ্বারক এলাকার বৃক্ষপ্রেমী নিজামুল ইসলাম (ডালুন) সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে গতকাল বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ নিয়ে মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৃত নিজামুল ইসলামের (ডালুন) মামাতো ভাই মৌলভীবাজার সাইক্লিং কমিটির মডারেটর ইমন আহমেদ।
অপরদিকে, পৌর শহরের পশ্চিম ধরকাপন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মাসুক মিয়া গতকাল বুধবার সন্ধ্যায় সিলেটের একই হাসপাতালে মারা যান। তিনি গত ৩ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে তাকরীম ফিউনারেলের দলপ্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ জানান, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলামের নির্দেশনায় মৃত ব্যক্তিদের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
করোনা দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী দলপ্রধান এস এম গোলাম কিবরিয়া, দলের সমন্বয়কারী সুমন আহমদ, সংগঠনের জ্যেষ্ঠ সদস্য আলমগীর আহমদ, শাহিন আহমদ, মো. আজাদুজ্জামান, এম জে এইচ সামীর ও হাফেজ মাওলানা ওয়াকিবুর রহমান।
জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ আজ বৃহস্পতিবার দুপুরে দুজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজার পৌর এলাকার তারা মারা গেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। জেলায় চলতি বছরের শুরুর দিকে করোনা শনাক্তের হার কমে এলেও সম্প্রতি আবারও বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সংক্রমণ রোধে সরকার লকডাউন ঘোষণা করলেও অনেকেই তা মানছে না। এতে করে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। করোনা শনাক্তে ১৩৮টি নমুনা পরীক্ষার জন্য পাঠালে গতকাল বুধবার রাত সেখান থেকে ২২ জনের পজিটিভ এসেছে। করোনা শনাক্তের হার ১৬ ভাগ। আক্রান্ত রোগীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। জেলায় এখন পর্যন্ত দুই হাজার ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সরকারি হিসাবে জেলায় মারা গেছে ২৪ জন।’