মৌলভীবাজারে করোনা সংক্রমণ রোধে অভিযান
করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে অভিযান চালিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। আজ শনিবার জেলার সবকটি উপজেলায় একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ২৫১টি মামলায় মোট ৬২ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাস্ক ব্যবহারের জন্য জনগণকে অনুরোধ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী কর্মকর্তারা। অভিযানে সাহায্য করে র্যাব-৯ ও থানা পুলিশ।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।’