মৌলভীবাজারে কর্মহীন ৬০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারে করোনাকালীন কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাছের রহমান। ছবি : এনটিভি

সদর উপজেলার বাহারমর্দ্দানে প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের গ্রামে করোনাকালীন কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাছের রহমান স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

৬০০ পরিবারের মধ্যে ১৫ কেজির খাদ্য সামগ্রীর প্যাকেট দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু, আটা ও সাবান।

খাদ্যসামগ্রী বিতরণের আগে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মৌলভীবাজার জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ এম নাসের রহমান।

আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বদরুল আলম, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক মো. ইদ্রিছ আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সিনিয়র সহসভাপতি সৈয়দ মমসাদ আহমদ, সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ, প্রথম যুগ্ম সম্পাদক সরোয়ার মজুমদার ইমন, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজুসহ ছাত্রদল, শ্রমিকদল, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারা।