মৌলভীবাজারে পেট জোড়ালাগা জমজ শিশুর জন্ম

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারে গতকাল বুধবার পেট জোড়ালাগা অবস্থায় জন্ম হওয়া জমজ শিশু। ছবি : এনটিভি

মৌলভীবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে পেট জোড়ালাগা অবস্থায় জমজ শিশুর জন্ম হয়েছে। তবে তাদের হাত, পা, মুখ ও মাথাসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ আলাদা রয়েছে। দুজনেই কন্যাসন্তান। জন্মের পর থেকে শিশু দুটি স্বাভাবিক রয়েছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনি চিকিৎসক ফারজানা হক পর্ণা ও বি এস এম এরশাদ এক ঘণ্টার চেষ্টায় সিজারের মাধ্যমে বাচ্চাদুটির জন্ম দেন।

জোড়ালাগা জমজ শিশুর বাবা জুয়েল মিয়া জানান, গতকাল বুধবার রাত ১০টায় সন্তানদুটির জন্ম হয়। তিনি ফুটপাতে পান দোকান বসিয়ে ব্যবসা করেন। মা তাকলিমা বেগম গৃহিনী। তাদের বাড়ি কমলগঞ্জ উপজেলার সিঙ্গরাউলি গ্রামে। তাঁর পরিবারে পাঁচ বছরের আরেকটি মেয়েসন্তান রয়েছে।

বেসরকারি জান্নাত প্রাইভেট হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. শামীম আলম বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে ‘ক্রেনিয় পেগাজ’ বলে। জমজ শিশুরা সুস্থ রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে বাচ্চা দুটির হৃদপিণ্ড ও পাকস্থলী আলাদা কি না। এগুলো আলাদা হলে অস্ত্রপাচার করে তাদের পৃথক করা সম্ভব। তবে যত দ্রুত সম্ভব জাতীয় শিশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞদের সহযোগিতা নিলে বাচ্চাদের জন্য ভালো হবে।