মৌলভীবাজারে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
মৌলভীবাজারে এ এম খলিল উল্লাহ মুক্তি (৫০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার মৌলভীবাজার শহরের নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে পুরাতন হাসপাতাল সড়কের আব্দুল্লাহ ভবনের তৃতীয় তলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুক্তির লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। এতে তারা চিৎকার শুরু করে। এ সময় তাঁর কক্ষের দরজা খোলা ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তি দীর্ঘদিন যুক্তরাজ্য প্রবাসী ছিলেন। এখনো তিনি সেখানে প্রায়ই আসা-যাওয়া করেন। সেখানে তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে। দেশে তিনি অরেকটি বিয়ে করে পুরাতন হাসপাতাল সড়কের নিজ বাসায় বসবাস করছিলেন। এ দেশেও তাঁর স্ত্রী ও দুই কন্যা রয়েছে। তবে ঘটনার সময় ওই বাসায় তাঁর স্ত্রী ছিলেন না।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, পরিদর্শক (অপারেশন) বদিউজ্জামানসহ পুলিশের একটি দল। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠায়।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।