মৌলভীবাজারে ৫ দিনব্যাপি ফ্রি চক্ষুশিবির 

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ৫ দিনব্যাপি ফ্রি চক্ষুশিবিরে আসা রোগীরা। ছবি : এনটিভি

মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরকাপনে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে নবম বারের মতো পাঁচ দিনব্যাপী ফ্রি চক্ষুশিবির শুরু হয়েছে। চক্ষুশিবিরে প্রায় দুই হাজার আটশ অসহায় ও গরীব রোগীর বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা শেষে চোখের ছানিপড়া ২০৪ জন ও চোখের নেত্রনালীর (ডিসিআর) ৬৬ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। অপারেশন ছাড়া প্রাথমিক চিকিৎসা নেওয়া রোগীদের ঔষধ ও চশমা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় ফ্রি চক্ষুশিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।

মবশ্বির-রাবেয়া ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র মো. ফজলুর রহমান, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চন্নু। বিশেষ অতিথি ছিলেন—মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুল মুনিম চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব।

ট্রাস্টের নির্বাহী পরিচালক এস এম উমেদ আলীর সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ট্রাস্টের পরিচালক আলহাজ সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, দিপ্ত টিভির মৌলভীবাজার প্রতিনিধি বকসী মিছবাহ উর রহমান, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মৌলভীবাজার ২৪ ডট কমের সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক এম ইদ্রিছ আলী, বাংলা একাত্তর প্রতিনিধি আব্দুল কাইয়ুম, জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ রাফিদ আহমদ।

উপস্থিত ছিলেন—সৈয়দ মাহমুদ আলী, সৈয়দ তালহা আহমদ, সৈয়দ জাহিদ আলী, সৈয়দ মুজতাহিদ আলী, সৈয়দ ওসমান গণি (ইফতি), সৈয়দ শাহ সাব্বির আহমেদ, সৈয়দ শাহ রেদওয়ান উদ্দীন, সৈয়দ শাহ তৌফিক এলাহী তিয়াস, শাহ মুকিম উদ্দীন আহমদ, সৈয়দ মো. সামিন ইয়াসার, সৈয়দ মো. সাকিফ হাসনাত, সৈয়দ মো. সাফাত আফসার প্রমুখ।