মৌলভীবাজার জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আজ রোববার সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু করা হয়। ছবি : এনটিভি

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি রোগীদের সেবা দিতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হয়েছে। আজ রোববার দুপুরে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। পরে হাসপাতাল হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কে এম হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, মৌলভীবাজার বিএমএর সভাপতি ডা. শাব্বির হোসেন খান, সাধারণ সম্পাদক সাহাজান কবির চৌধুরী, ডা. বিনেন্দু ভৌমিকসহ অন্যরা।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট বাস্তবায়ন করছে ইউনিসেফ। চালু হওয়া লিকুইড অক্সিজেন ট্যাংকের ধারণক্ষমতা ১১ হাজার লিটার। এ প্ল্যান্ট চালু হওয়ায় দীর্ঘদিনের চাহিদা ও রোগীদের দুর্ভোগ নিরসন হবে, সেবা পাবে করোনা রোগী ও নিয়মিত আসা অন্য রোগীরা।