ম্যাজিস্ট্রেট আসার খবরে পালাল বরপক্ষ
মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসন এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানসহ পুলিশের একটি দল বাল্যবিয়েটি বন্ধ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবচরের দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে ফরিদপুরের সদরপুরের চরগজারীয়া গ্রামের ছিটু মোল্লার (৩২) পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কাছে খবর আসে বাল্যবিয়ের। পরে শিবচরের ইউএনও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানকে পুলিশসহ সেখানে পাঠান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক বাল্যবিয়েটি বন্ধ করেন। সেইসঙ্গে ওই শিক্ষার্থী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। তবে প্রশাসনের লোকজন ওই বাড়ি গেলে বরপক্ষ সেখান থেকে পালিয়ে যায়।
মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘দুপুরে আমরা জানতে পারি ওই এলাকায় দশম শ্রেণির একজন শিক্ষার্থীকে বিয়ে দেওয়া হচ্ছে। আমরা গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করি ও তাদের কাছে থেকে ওই শিক্ষার্থী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার জন্য বাবার কাছ থেকে মুচলেকা নেই। এরপর আমরা তাদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন করি।’