ময়মনসিংহে অপহৃত পোশাককর্মী গাজীপুর থেকে উদ্ধার
ময়মনসিংহ থেকে অপহৃত এক পোশাককর্মীকে আট মাস ২২ দিন পর গাজীপুরের শিবিরচালা থেকে উদ্ধার করেছে পিবিআই। আজ বুধবার দুপুরের দিকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
এক ই-মেইল বার্তায় এ খবর নিশ্চিত করেছেন পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
ওই ই-মেইল বার্তায় জানানো হয়, চলতি বছরের পহেলা জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে জেলার ত্রিশাল থানাধীন ‘কনজুমার গার্মেন্টস’-এর সামনে থেকে ওই পোশাককর্মীকে অপহরণ করেন একই এলাকার আরিফ নামের এক যুবক। পরে মেয়েটিকে মাইক্রোবাসে করে ঢাকার দিকে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।
এ ঘটনায় ত্রিশাল থানায় একটি মামলা করেন অপহৃত পোশাককর্মীর মা খোদেজা খাতুন। পরে আদালতের নির্দেশে ১৮ জুন মামলার তদন্তের দায়িত্ব পায় ময়মনসিংহ পিবিআই। আজ বুধবার দুপুরে গাজীপুরের শিবিরচালা এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে অপহৃত পোশাককর্মীকে উদ্ধার করা হয়। এরপর জবানবন্দির জন্য আদালতে পাঠায় পিবিআই।