ময়মনসিংহে করোনায় আরো দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২১

Looks like you've blocked notifications!

ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বপন কুমার দে ও প্রতাপ কর নামের আরো দুজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের করোনা ডেডিকেটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২২ জনে। জেলার সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত স্বপন কুমার দে নগরীর নওমহল এলাকার বাসিন্দা এবং প্রতাপ কর মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গত ২৩ জুন তাঁদের দুজনকে প্রথমে এস কে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছিল। পরে তাঁদের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, ময়মনসিংহে একদিনে সর্বোচ্চ ১২১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৭ জনে।

নতুন করোনা আক্রান্তদের মধ্যে মহানগর ও সদরের ৬৫ জন, মুক্তাগাছার ২২ জন, হালুয়াঘাটের ২০ জন, ভালুকার চারজন, ফুলপুর ও তারাকান্দার পাঁচজন, ফুলবাড়িয়ার দুজন, ঈশ্বরগঞ্জের দুজন ও ধোবাউড়ার একজন রয়েছন। এদিকে, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের পর জেলায় সুস্থ হয়েছে ৭১০ জন।