ময়মনসিংহে কারাবন্দী নেতাকর্মীদের পরিবারে ঈদ উপহার দিল জেলা বিএনপি

ময়মনসিংহে কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সহায়তা, ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
আজ শনিবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোফাখারুল ইসলাম রানা, যুবদল সভাপতি রুকনুজ্জামান রুকন সরকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আমিন খসরু, শ্রমিক দলের সভাপতি আবু সাইদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা কারাবন্দি নেতাদের বাসায় যান। এ সময় কারাবন্দী নেতাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা, ফলমুল উপহার ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোফাখারুল ইসলাম রানা জানান, জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আলহাজ জাকির হোসেন বাবলুর ব্যবস্থাপনায় কারাবন্দী পাঁচ নেতার পরিবারের সঙ্গে দেখা করে অর্থ সহায়তা ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন সময় মামলায় গ্রেপ্তার পাঁচ পরিবারের সদস্যরা এখন কারাবন্দী জীবনযাপন করছে। ফলে তাদের পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে নেমে এসেছে শোকের ছায়া। তাই সেসব পরিবারের সঙ্গে ঈদ-উল-ফিতরের ঈদের আনন্দ ভাগাভাগি করতেই দলের এই উদ্যোগ।
কারাবন্দি নেতারা হলেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল হক টুটু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা ছাত্রদল সভাপতি মাহবুবুর রহমান রানা, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনি এবং কোতোয়ালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।