ময়মনসিংহে গাদাগাদি করে পণ্য বিক্রয়, ৪ দোকানিকে জরিমানা

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ শহরের মেছুয়া বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে অভিযান চালানো হয়, কাজ করেন সেনাবাহিনীর সদস্যরাও। ছবি : এনটিভি

ময়মনসিংহে গাদাগাদি করে পণ্য বিক্রয় ও দ্রব্যমূল্য বেশি রাখায় চার দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরীর মেছুয়া বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে অভিযানকালে এ জরিমানা করা হয়।

এ সময় ব্যক্তি নিরাপত্তা ও সামাজিক দূরত্ব বজায় রেখে বেচা-কেনা করা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনীর সদস্যরাও কাজ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা মাইকিং করে এলোমেলোভাবে বাজারে ঘোরাঘুরি না করা, দূরত্ব বজায় রেখে চলা এবং এক ঘণ্টার বেশি বাজারে অবস্থান না করার জন্য ক্রেতাদের আহ্বান জানায়।