ময়মনসিংহে চার জেএমবি সদস্য আটক

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে চার জেএমবি সদস্যের কাছে জব্দকৃত সরঞ্জামাদি। ছবি : এনটিভি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রাম থেকে নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বইসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন মো. শরিফ মিয়া (১৮), মো. আইয়ুব আলী (২৫), মো. নজরুল ইসলাম (৫৫), মো. এরশাদ আলী (২৩)। তাঁরা সবাই মুক্তাগাছার বাসিন্দা বলে জানা গেছে।

আজ সোমবার বিকেলে ময়মনসিংহ র‍্যাব ১৪-এর মিডিয়া কর্মকর্তা (এএসপি) মো. তফিকুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে র‍্যাব-১৪ জানতে পারে উপজেলার বিন্নাকুড়ি দাখিল মাদ্রাসার পাশে কয়েকজন জেএমবি সদস্য নাশকতার জন্য বৈঠক করছে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টাকালে র‍্যাব তাদের আটক করে।

আটককৃতরা নিজেদের জেএমবির সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দেয়।

এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোনসেট, দুটি সিম, সাতটি জিহাদি বই, ১৭টি লিফলেট জব্দ করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র‍্যাবের ওই কর্মকর্তা।