ময়মনসিংহে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Looks like you've blocked notifications!
ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ছবি : এনটিভি

বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই থেকে দেশের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আগামী প্রজন্মকে একটি উন্নত বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছবি : এনটিভি

জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ময়মনসিংহ  সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু,  স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, ফাহমি গোলন্দাজ বাবেল, মনিরা সুলতানা মনি, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ কুদ্দুস, আহমেদ আলী আকন্দ, শওকত জাহান মুকুল, এ বি এম নুরুজ্জামান খোকন, রেজাউল হাসান বাবু, রকিবুল হাসান রকিব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।