ময়মনসিংহে পহেলা বৈশাখে ফ্রি হাট

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মোড় ও ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি এলাকায় বিনামূল্যে পণ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন। ছবি : এনটিভি

ময়মনসিংহে পহেলা বৈশাখ উপলক্ষ্যে রমজানের ফ্রি হাটে এক হাজার ৫০০ নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে দেওয়া খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ২০ কেজি করে চালসহ চার হাজার টাকা মূল্যের ১৪টি উপকরণ। 

আজ সকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় ও ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি এলাকায় এসব কার্যক্রমের উদ্বোধন করেন।

একটি টোকেনের মাধ্যমে বিনামূল্যে এসব পণ্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ। 

রমজানের শুরু থেকেই মুক্তির বন্ধন ফাউন্ডেশন ফ্রি হাট কর্মসূচি শুরু করেছে। সপ্তাহের প্রতি রোববার ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ফ্রি হাট থেকে বিনামূল্যে পণ্যসামগ্রী দেওয়া হয়।