ময়মনসিংহে প্রকাশ্যে ঘোরাফেরা করায় প্রবাসীর জেল-জরিমানা

Looks like you've blocked notifications!

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সরকারি নির্দেশনা মতো হোম কোয়ারেন্টিনে না গিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করায় সুরুজ আলী (৪০) নামের মালয়েশিয়াফেরত এক ব্যক্তিকে জেল ও জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার ওই প্রবাসীকে আট দিনের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনদিনের কারাদণ্ডের আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সুরুজ আলী গত ১২ মার্চ মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা তাঁকে বারবার বলার পরও তিনি হোম কোয়ারেন্টিনে না গিয়ে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে থাকেন। আজ স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় থানা পুলিশ তাঁকে আটক করে নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা দেন।

তাঁকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ বিপ্লব কুমার।