ময়মনসিংহে প্রতারক চক্রের ১০ সদস্য আটক

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ র‍্যাব-১৪-এর হাতে আটক প্রতারকচক্রের ১০ সদস্য। ছবি : এনটিভি

সরকারি চাকরি দেওয়ার কথা বলে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ অভিযোগে ওই চক্রের ১০ সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪।

আটককৃতরা হলেন নারায়ণগঞ্জের নুর হোসেন (৩০), সিলেটের মো. রানা মিয়া (৩০), রংপুরের মো. মমিনুর রহমান (৩২) শেরপুরের মো. মুরাদুজ্জামান (২৭) কুমিল্লার মো. শামীম হোসেন (৪০) শরীয়তপুরের আরিফুল ইসলাম (২৯) ঢাকার ফেরদৌস অহিদ তুষার (২৯), গোপালগঞ্জের মো. মাহাবুবর রহমান মুন্সি (৩৭),  শরীয়তপুরের মো. ফারুক মোল্লা (৪৮) ও রায়পুরের মো. বাবুল বিজয় (৪৫) ।

আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

র‍্যাব কর্মকর্তা জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার মধ্যরাত পর্যন্ত তিন দিনের ধারাবাহিক অভিযানে  জামালপুর, শেরপুরসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ওই ১০ প্রতারককে আটক করা হয়।  গত দুই মাসে ২২ জনের কাছ থেকে চাকরির আশ্বাস দিয়ে চক্রটি এক কোটি ৫৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা।