ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭
ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুজন। ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে তারাকান্দা উপজেলার গাছতলা বাজারে আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু নিহত হয়। নিহতরা হলো মাসুমা খাতুন (২৫) ও তাঁর ২৭ দিনের শিশু, জুলেখা খাতুন (৫০), নিজামুদ্দিন (৩৫), ফারুক (৪০), চালক রাকিবুল (২৯)। এ ছাড়া অপর একজনের (২৭) পরিচয় জানা যায়নি। নিহতরা একে অপরের আত্মীয় বলে জানা গেছে। তারা সবাই নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা।
জানা গেছে, আজ দুপুরে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় অটোরিকশাকে প্রায় ২০০ গজ দূরে ঠেলে নিয়ে যায় বাসটি। এ সময় সাতজন ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন।
আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।