ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চার পুলিশ আহত

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। সদর উপজেলার মোজাহারপুর এলাকায় আসামি ধরতে যাওয়ার সময় আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার কল্পনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্যেরা হলেন উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ, কনস্টেবল পলাশ, জাহিদ ও শাহীন। তাঁরা সবাই ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় কর্মরত। এর মধ্যে এসআই শহীদুল্লাহ ও কনস্টেবল জাহিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এবং বাকি দুজনকে পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ পুলিশ কন্ট্রোলরুমের পক্ষ থেকে জানানো হয়েছে, মোজাহারপুর এলাকায় আসামি ধরতে যায় ওই পুলিশ দল। আসামি ধরে ফেরার পথে নেত্রকোনাগামী একটি পিকআপের সঙ্গে পুলিশবাহী পিকআপের সংঘর্ষ ঘটে। এ সময় তারা আহত হন।

পুলিশ জানিয়েছে, এরই মধ্যে পিকআপটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই পিকআপের চালক পালিয়ে গেছেন।