ময়মনসিংহ নগরীর দর্শনীয় স্থানগুলো বন্ধ ঘোষণা
নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও জনসমাগম ঠেকাতে ময়মনসিংহ সিটি করপোরেশনের দর্শনীয় স্থানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ শুক্রবার থেকে এসব দর্শনীয় স্থান বন্ধ থাকবে। এ ছাড়া করোনা মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি উপজেলায় মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এরই মধ্যে শহরের দর্শনীয় স্থান শিল্পাচার্য জয়নুল উদ্যান ও বিপিন পার্ক বন্ধ ঘোষণা করে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এসব স্থানে ব্যানার ঝোলানো হয়। এ ছাড়া জেলার সব কমিউনিটি সেন্টারগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার সব কোচিং সেন্টার, বিয়ের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশও বন্ধ থাকবে।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নগরীর দোকানপাট, শপিংমল রাত ৮টার আগে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিধি-নিষেধ মানা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ এবং করোনারোধে সরকারি নির্দশনা বাস্তবায়নে সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন চারটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, প্রতি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। নতুন করে যাদের করোনা শনাক্ত হচ্ছে, তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে।