ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে পাঁচজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফাইল ছবি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল।

আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিট সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনা ইউনিটে মৃত পাঁচজনের মধ্যে করোনা পজিটিভি নিয়ে মৃত মোমেনা খাতুন (৯৫) ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজন হলেন ময়মনসিংহ সদরের হোসনে আরা (৫৯), চম্পা (৫০), ঈশ্বরগঞ্জের  সাইদুল ইসলাম (৪৫) এবং নেত্রকোনা জেলার সেতু (২৪)। আইসিইউতে চিকিৎসাধীন  সাতজনসহ ১৪২ জন রোগী ভর্তি রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে  ১৮ জন।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান ও জেলা স্বাস্থ্য বিভাগ আজ সোমবার সকালে এই খবর নিশ্চিত করেছে।

এদিকে আজ সকালের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩৯৮টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৭৯ শতাংশ।