ময়মনসিংহ সিটি করপোরেশনে সাত দিনের বিধিনিষেধ জারি
করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজ ভোর ৬টা থেকে সাত দিনের জন্য ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১টি এলাকায় মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক এনামুল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা জারির পর নগরীজুড়ে মাইকিং করা হয়।
আজ শুক্রবার সকাল থেকেই নগরীর ব্যস্ততম সড়কে মানুষের চলাচল কম ছিল। আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী নগরীর বিভিন্ন স্থানে কড়া নজরদারি করছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছেন। কয়েকজনকে জরিমানাও করেছেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৪টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে সিটি করপোরেশনসহ সদর উপজেলায় রয়েছে ৪২ জন। আক্রান্তের হার ১৮ দশমিক ১৮ শতাংশ।