যত দিন প্রয়োজন সেনাবাহিনী মাঠে থাকবে : সেনাপ্রধান

Looks like you've blocked notifications!

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি অনুযায়ী কত দিন সেনাবাহিনী মাঠে থেকে কাজ করবে, তা প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, সরকার যত দিন প্রয়োজন মনে করে, সেনাবাহিনী তত দিনই মাঠে থাকবে।

বর্তমান করোনাজনিত পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ, বাণিজ্যের প্রসার এবং বিভিন্ন বিষয় নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদও অংশ নেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, ‘করোনাভাইরাসে এখন পুরো বিশ্ব আক্রান্ত। বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় পুরো বিশ্ব কাজ করে যাচ্ছে। বৈশ্বিক মহামারির এ সময়ে আমাদের ব্যবসা বাণিজ্যে যেমন চ্যালেঞ্জ আছে, তেমনি নতুন করে সম্ভাবনাও তৈরি হয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে রপ্তানি শিল্পের বিকাশে আমরা করণীয় নির্ধারণ করব।’

টিপু মুনশি আরো বলেন, ‘বর্তমানে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে। সবাই নিজ নিজ মতামত ও সুপারিশ পেশ করেছেন। আমরা এগুলো পর্যালোচনা করে বাস্তবভিত্তিক উদ্যোগ নেব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘তৈরি পোশাক শিল্প খাতকে কোনো আর্থিক সুবিধা দেওয়া হয়নি। দুই শতাংশ হারে লোন দেওয়া হবে, যা তারা কিছুদিন পর শোধ করবে।’

অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে তৈরি পোশাক শিল্প বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়নি। যাদের কাজ আছে, তারা স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস খোলা রাখতে পারবেন। কেননা, এ সময় অনেক পোশাক কারখানায় পিপিইসহ অনেক প্রয়োজনীয় পোশাক তৈরি করা হচ্ছে।’