যমুনায় নিখোঁজের দুদিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে শনিবার সকালে ভাসমান অবস্থায় কলেজছাত্র রেজাউল করিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফাইল ছবি

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে নিখোঁজ হওয়ার দুদিন পর রেজাউল করিম (২৫) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আড়কান্দি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রেজাউল করিম পাবনার ঈশ্বরদী পৌর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও রেজাউল করিমের স্বজনেরা জানান, ঈদ উপলক্ষে এনায়েতপুরের খোকশাবাড়ী মহল্লায় বড় ভাই রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে যান রেজাউল করিম। গত বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের নিয়ে তিনি যমুনা নদীর এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান। সাঁতার না জানায় তীরে ফিরতে পারেননি তিনি। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরিদল দুদিন অভিযান চালিয়েও তাঁকে খুঁজে পায়নি। পরে আজ শনিবার তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, কলেজছাত্র রেজাউলের মরদেহ আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে আড়কান্দি এলাকায় যমুনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।