যমুনা নদীতে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে শিশির (১৬) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। সে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার আলম শেখের ছেলে। আজ শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে যমুনা নদীর ক্রসবাঁধ-৩ (চায়না বাঁধ) এলাকায় গোসল করতে নেমে শিশির নিখোঁজ হয়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, দুপুর সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে নিয়ে যমুনা নদীতে গোসল করতে যায় শিশির। একপর্যায়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাজশাহীতে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে।