যমুনেশ্বরী নদীতে গোসলে নেমে তিন বোনের মৃত্যু

Looks like you've blocked notifications!
রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে তিন বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম শেখপাড়ায় যমুনেশ্বরী নদীতে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিহতরা হলো- উপজেলার ওসমানপুর বালুয়াভাটা এলাকার শহীদার রহমানের কন্যা দশম শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুন ও তার বোন ষষ্ঠ শ্রেণির ছাত্রী রুবিনা খাতুন এবং একই এলাকার রবিউল ইসলামের কন্যা সপ্তম শ্রেণির ছাত্রী রাবেয়া বাসরি। তারা একে-অপরের চাচাত-জেঠাত বোন।

রংপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) সিফাত-ই-জাহান গণমাধ্যমকে জানান, আজ সকালেই তিন বোন উপজেলার নাটারাম শেখপাড়ায় ফুফু কোহিনূর বেগমের বাড়িতে বেড়াতে আসে।

বিকেল ৩টার দিকে ফুফুর বাড়ির পাশের যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে ডুবে যায় তিন বোন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান সহকারী পুলিশ সুপার।